২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : ইসলাম ও নৈতিক শিক্ষা
পঞ্চম অধ্যায় : আদর্শ জীবনচরিত- মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর।
- ১১ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : আদর্শ জীবনচরিত’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৫। টলেমি কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. গ্রিস
খ. মধ্যপ্রাচ্য
গ. মদিনা
ঘ. ইরান
১৬। বাগদাদে কী নামে একটি প্রতিষ্ঠান ছিল?
ক. দারুল হিকমাহ
খ. বায়তুল হিকমাহ
গ. বায়তুল রহমান
ঘ. দারে আরকাম
১৭। আল বিরুনি কোন শাস্ত্রে অসাধারণ অবদান রেখেছেন?
ক. ভূগোল শাস্ত্রে
খ. চিকিৎসা শাস্ত্রে
গ. গণিত শাস্ত্রে
ঘ. রসায়ন শাস্ত্রে
১৮। হজরত আলী রা:-এর সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব কোনটি?
ক) অনাড়ম্বর জীবনযাপন
খ. রাসূলের চাচাতো ভাই
গ. রাসূলের মেয়ের জামাতা
ঘ.কামূস দুর্গ জয় করা
১৯। জ্ঞানের শহর কে?
ক. মহানবী সা:
খ. হজরত আলী রা:
গ. আল্লাহ তায়ালা
ঘ. লোকমান হেকিম
২০। ‘আল জুদারীওয়াল হাসবাহ’ গ্রন্থখানি কোন রোগ বিষয়ক?
ক. বসন্ত ও হাম
খ. মাথাব্যথা
গ. হৃদরোগ
ঘ. বাতজ্বর
উত্তর : ১৫। ক, ১৬। খ, ১৭। গ, ১৮। ঘ, ১৯। খ, ২০। ক।